#
Classes
#
Students
#
Teachers
অধ্যক্ষের বাণী
শিক্ষা মানুষকে মনুষ্যত্ব দান করে ও উন্নত জীবনের দিকে ধাবিত করে। প্রকৃত শিক্ষা একটি ব্যক্তির সংস্কৃতি ও মূল্যবোধকে সুস্থ্য করতে শিখায়। আধুনিক শিক্ষার মৌলিক লক্ষ্য হলো শিক্ষার্থীর মানসিক ও বুদ্ধিবৃত্তিক দক্ষতার উন্নতি সাধন। বর্তমান বিশ্বে এ প্রকৃত শিক্ষার অভাব লক্ষ্যণীয়। চারিদিকে ঘটছে সামাজিক, রাজনৈতিক অস্থিরতা ও মূল্যবোধের অবক্ষয়। এই অবস্থার অবসান মানসম্মত শিক্ষায় সম্ভব। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। এই জন্য প্রয়োজন সুনির্দিষ্ট অর্থাৎ সারা বছরব্যাপী শিক্ষাদানের সার্বিক লক্ষ্য অর্জনের জন্য মানবিক আচরণের কল্যাণমুখী ও কাঙ্খিত পরিবর্তন, যুগোপযুগী প্রযুক্তিবিদ্যা।
উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করে ভালো ফলাফল অর্জন করতে পারে সে লক্ষ্যেই সতর্ক দৃষ্টি আমাদের। কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজটি একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় শিক্ষা প্রতিষ্ঠান। একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক ও সম্ভাবনাময় এক ঝাঁক তরুণ, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকম-লী নিয়ে আমরা সদা সচেষ্ট।
শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত সিলেবাস এর উপর ভিত্তি করে পাঠ পরিকল্পনাটি প্রনয়ণ করা হয়েছে। এই পরিকল্পনানুযায়ী প্রতিটি বিষয়ের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাসে পড়ানো হয় এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে গৃহিত পরিকল্পনার আলোকে এ প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ মানের প্রতিষ্ঠানে রূপদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আশান্বিত।
মো: মসিদুল হক
অধ্যক্ষ